#কলকাতা: কী হয়েছে ইমতিয়াজ আলির? কোথায় তাঁর সেই জব ইউ মেট, রকস্টার, হাইওয়ে, তামাশা ম্যাজিক ! কোথায় সেই চিত্রনাট্যে মোচড়? কোথায় সেই সরলভাবে জটিল সম্পর্কের গল্প বলার স্টাইল? ইমতিয়াজ হ্যারি মেট সেজলের পর ফের আপনি হতাশ করলেন ! হতাশ করলেন আপনারই এক ভালো ছবির আবার রিমেক করে? খুব কী দরকার ছিল? বড়সড় ব্রেক নিয়ে এসে আবার একটা জব ইউ মেট গোছের ছবি কি দেওয়া যেত না?
আড়াই ঘণ্টা ধরে হলের ভিতর লভ আজকাল নামক নতুন অত্যাচারের সময় ও হল থেকে বেরিয়ে এসে এই প্রশ্নগুলোই ইমতিয়াজকে করতে ইচ্ছে করছে ৷ কারণ, তিনি এতটাই ভাল চিত্রনাট্যকার, এতটাই ভাল পরিচালক, যে তাঁর হাত থেকে এরকম ‘খারাপ’ ছবি বলা ভালো নিজের গত ছবিরই ‘খারাপ’ রিমেক বের হবে, তা ভাবা যায়নি যতক্ষণ না ছবিটা শুরু হয়েছে এবং শেষ হয়েছে...
‘লভ আজকাল’এর ট্রেলার দেখে অবশ্য কিছুটা আন্দাজ পাওয়া গিয়েছিল ৷ তবে মনে হয়েছিল, ট্রেলার যেমনই হোক না কেন, পুরো ছবিটা হয়তো সামলে নেবেন ইমতিয়াজ ৷ সে ভাবনায় আপাতত জল৷ কারণ, এই ছবি যা দাঁড়াল, তা এক উবের ড্রাইভারের সঠিক লোকেশন পাওয়ার মতোই !
ব্যাপারটা একটু খোলসা করা যাক ৷ বলিউডে কনফিউজ প্রেমের গল্প নতুন নয় ৷ এর আগে ইমতিয়াজের হাত দিয়েই পর পর কনফিউজড প্রেমের গল্প বেরিয়েছে ৷ তবে সেগুলোর মধ্য বেশ কয়েকটি মাস্টারপিস ৷ এমনকী, লভ আজকাল পুরনোটিও দেখতে মন্দ লাগে না ৷ বিশেষ করে দীপিকা, সইফের জুটি এবং ঋষি কাপুরের দারুণ পারফরম্যান্সের জন্য তো অবশ্যই ৷
সূত্র: bengali.news18.com
0 Comments