#কলকাতা:কিছুদিন আগেই জানিয়েছিলেন সুখবরটা ৷ সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছিলেন তাঁদের দুই থেকে তিন হওয়ার দিন এগিয়ে আসছে ৷ প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন কোয়েল মল্লিক ও নিসপাল সিং রানে ৷ সেই পোস্টটি কোয়েল লেখেন, ‘‘এই দিনগুলো কাটছে হালকা লাথি, ঘুঁষিতে ৷ নতুন জীবনের স্পন্দন এখন আমার ভিতরে ৷ উলের উষ্ণতা মেখে নতুন জীবনের অংশ হতে চলেছি ৷ আমাদের সন্তান আসছে গরমেই ভূমিষ্ঠ হবে ৷’’ কোয়েলের এই ঘোষণার পর সকলেই তাঁকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন সোশ্যাল মিডিয়ায় ৷ নতুন সদস্যকে দেখার অপেক্ষায় দিন গুণছেন নায়িকার ভক্তকূল ৷ এর মধ্যেই সদ্যোজাত শিশুকে কোলে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন কোয়েল ৷ সেই ছবি দেখে নেটিজেনদের বক্তব্য, সুখবরটা কি দিয়েই ফেললেন ইন্ডাস্ট্রির এক নম্বর নায়িকা?
0 Comments